1. info@jkrac.edu.bd : Principle :

ভর্তি তথ্য

ঝিটকা খাজা রহমত আলী কলেজে প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী একাদশ শ্রেনীতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনার্স (সম্মান) ও ডিগ্রী (স্নাতক) তে শীক্ষার্থী ভর্তি করা হয়। আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে ৭৫ টি, মানিবিক বিভাগে ৬৫০ টি এবং ব্যাবসায় শিক্ষা বিভাগে ২৫০ টি আসন রয়েছে। এছাড়া অনার্স (সম্মান) বিভাগে বাংলা বিষয়ে ২৫ টি আসন, ইংরেজী বিভাগে ২৫ টি আসন, হিসাব বিজ্ঞান বিষয়ে ২৫ টি আসন এবং ব্যাবস্থাপনা বিষয়ে ২৫ টি আসন রয়েছে। ডিগ্রী (স্নাতক) এ বিএ বিষয়ে ৪০ টি আসন, বি এস এস বিষয়ে ৮০ টি আসন এবং বিবিএস বিষয়ে ৩০ টি আসন রয়েছে।


ঝিটকা খাজা রহমত আলী কলেজে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং অনার্স (সম্মান) ও ডিগ্রী (স্নাতক) এ ভর্তি হবার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে আবেদন করতে হয়। ফলাফলের পরিপ্রেক্ষিতে ভর্তি নিশ্চয়ন করে কলেজের নির্ধারির ভর্তি ফরম পূরন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়।


ভর্তির সময় নিম্নোক্ত ডকুমেন্ট প্রদান করতে হয়ঃ

১. এসএসসি রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি (৩ কপি)

২. এসএসসি নম্বরপত্রের ফটোকপি (৩ কপি)

৩. এসএসসি প্রসংশাপত্রের ফটোকপি (৩ কপি)

৪. জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (১ কপি)

৫. পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১ কপি)

৬. মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১ কপি)

৭. ছাত্র/ছাত্রীর পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)

© 2023 ঝিটকা খাজা রহমত আলী কলেজ
Developed By Web Coder